চট্টগ্রামে ৫৮০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৫৭২। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪১৮ জন, উপজেলার ১৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার) চট্টগ্রামে ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৩২।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo