একদিনে করোনা কেড়ে নিল আরও ১১ হাজারের বেশি প্রাণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আবারও একদিনে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হল। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার। বুধবার ২৪ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

মৃত্যুর দিক থেকে এদিনও শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ২ হাজার ৬শ’র বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। ২ লাখ ১৯ হাজারের ওপর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর করোনা সংক্রমণে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। প্রায় ১৩শ’ মৃত্যু হয়েছে লাতিন দেশটিতে। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজারের বেশি। কাছাকাছি সংখ্যক আক্রান্ত চিহ্নিত হয়েছে রাশিয়াতেও। মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’র বেশি। বুধবার সাড়ে ১২শ’র মতো প্রাণহানি দেখেছে ভারত। দেশটিতে করোনার উপস্থিতি মিলেছে ৬৫ হাজারের বেশি মানুষের দেহে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo