গুতেরেসের সঙ্গে ইউক্রেন-জেরুজালেম নিয়ে এরদোগানের আলোচনা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেন যুদ্ধ এবং জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। 

খবরে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে এরদোগান আঞ্চলিক বিভিন্ন বিষয় বিশেষ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং জেরুজালেমের উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এরদোগান তুরস্কের নেওয়া শান্তি আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনার মাধ্যমেই মতানৈক্য দূর করার কথা বলেন তিনি। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত দুই সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে,যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। 

এছাড়া জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এরদোগান জেরুজালেমের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে কথা বলেন। আল আকসা মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর ইসরায়েলের বাহিনীর হস্তক্ষেপের আঙ্কারা নিন্দা জানায় বলে জানান তিনি। এই অঞ্চলে শান্তি অর্জনে যেসব যৌথ উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন দুই নেতা। 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo