ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লজ্জার হার; যা বললেন বার্সা কোচ

ঘরের মাঠে ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার লা লিগার ম্যাচেও হেরেছে বার্সেলোনা। সোমবার (১৮ এপ্রিল) ১-০ গোলে কাদিজের কাছে হেরেছে তারা।

কাদিজের বিপক্ষে ম্যাচ হেরে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে বার্সার। এই মৌসুমে ২০১২-১৩ মৌসুমের পর সর্বোচ্চ ৩২ গোল হজম করল তারা। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আরও উন্নতির বার্তা দিয়েছেন কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ জাভি। চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে টিকে থাকাটাই এখন তাদের দলের মূল লক্ষ্য।

‘আমরা বার্সা আর আমাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। দলকে আরও উদ্দীপনা দেখাতে হবে। এটা আসলে আচরণের ব্যাপার না কারণ খেলোয়াড়রাও চেয়েছিল (জয়)। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ চরিত্র দরকার।’

এল ক্লাসিকো বা আগের জয়গুলোকেও যথার্থই মনে করেন জাভি, ‘যখন আপনি বার্নাব্যুতে ৪-০ গোলে জিতবেন, তখন আমরা ফিরেছি বলাটা যৌক্তিক। কিন্তু এখন আমরাও ভুল করছি। আমাদের আত্মসমালোচনা করতে হবে। আর অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য প্রতিক্রিয়া দেখাতে হবে।’

‘আমাদের দারুণ বার্সাকে ফিরিয়ে আনতে হবে। আমরা মাদ্রিদ আর সেভিয়ার মতো দুটি দারুণ দলের বিপক্ষে জিতেছি একই দল ও স্টাফ নিয়ে। যদি আমরা এটা আগে করতে পারি, ভবিষ্যতেও পারবো।’

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo