সব সরকারি প্রাথমিক বিদ্যালয় চলবে এক শিফটে, পরিকল্পনা সরকারের

বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ রবিবার সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে এ কথা জানান প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান।

স‌চিব ব‌লেন, ‘দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।’

তিনি ব‌লেন, ‘সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।’

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo