উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার জিতলেন এবাদত

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার প্রবথ জয়সুরিয়াকে পেছনে ফেলে উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার জিতলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন।

তার অসাধারণ বোলিংয়ে ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

২০২২ সালের ১ থেকে ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হয়েছিল টেস্টটি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ রানে অলআউট হলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি এবাদত। ১৮ ওভার বল করে নিয়েছিলেন মাত্র ১টি উইকেট।

কিন্তু সেই এবাদতই আগুন ঝরান দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু এবাদতের বোলিং তোপে ৭৩.৪ ওভারে মাত্র ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা। এবাদত ২১ ওভার বল করে ৪৬ রান দিয়ে নেন ৬ উইকেট। আর সেটাই পেয়ে যায় উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার।

এবাদতের তোপে নিউজিল্যান্ড ১৬৯ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৪০ রান। দুই উইকেট হারিয়ে সেই রান তুলে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। আর ম্যাচসেরার পুরস্কার পান এবাদত।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo