যে কারণে বিপিএলের মাঝপথেই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মাঝপথেই পাকিস্তানি সব ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঢাকায় চলমান বিপিএলের দ্বিতীয় পর্ব ইতোমধ্যেই শেষ। এখন সিলেট-পর্বের খেলা হবে। ২৭- ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে এই খেলা। মাঝে কয়েকদিন বিশ্রাম নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ফের ঢাকায় প্রত্যাবর্তন হবে বিপিএলের।

তবে এর আগেই চলতি বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ডেকে পাঠাল পিসিবি।

 

উল্লেখ্য, এই মৌসুমে বিপিএলে প্রতিটি দলেই রয়েছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। তাদের পারফরম্যান্সও বেশ ভালো। ইতোমধ্যেই তিনটি শতরান হয়েছে বিপিএলে, যার সবকটি এসেছে পাকিস্তানি ব্যাটারদের ব্যাট থেকে। এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটও পেয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পিসিবি। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়বেন তারা। এবারের বিপিএলে সবচেয়ে বেশি পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন কুমিল্লাতে।

একনজরে বিপিএলের পাকিস্তানি ক্রিকেটাররা

১. ঢাকা ডমিনেটরস: শান মাসুদ, আহমেদ শেহজাদ, সালমান এরশাদ।


২. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, খাজা নাফে।

৩. ফরচুন বরিশাল: ইফতিখার আহমেদ, মুহাম্মদ ওয়াসিম, হায়দার আলি।

৪. খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান, আহমাদ বাট।

৫. সিলেট স্ট্রাইকার্স: মুহাম্মদ আমির, মুহাম্মদ হারিস, ইমাদ ওয়াসিম।

৬. কুমিল্লা ভিক্টোরিয়ানস: মুহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ।

৭. রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হারিস রউফ, মুহাম্মদ নওয়াজ।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo