রাতে মুখোমুখি বায়ার্ন-পিএসজি

ফরাসি জায়ান্ট পিএসজি এবার চ্যাম্পিয়নস লিগেও রাজত্ব চায়। এ জন্য লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সের্হিয়ো রামোস, আশরাফ হাকিমিদের নিয়ে দলটি রীতিমতো চাঁদের হাট। আজ নিজেদের মাঠে প্রথম লেগে পিএসজি ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে অস্বস্তি নিয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

লিগ ওয়ানে সর্বশেষ আট ম্যাচে পিএসজির জয় মাত্র চারটি। বাদ পড়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। তাই অস্বস্তিটা ফুটে উঠল কোচ ক্রিস্তফ গালতিয়েরের কণ্ঠে, ‘বায়ার্নের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমি উদ্বিগ্ন। চিন্তিত না হলেই বরং সেটা বিশেষ কিছু হতো। মোনাকোর বিপক্ষে আমাদের জয়ের মানসিকতাই ছিল না (সর্বশেষ ম্যাচে ৩-১ গোলে হার)। এমবাপ্পে খেলতে পারবে বলে আমার মনে হয় না। ওকে নিয়ে ঝুঁকি নেব না।’

বিশ্বকাপের পর লিগে খেলা আট ম্যাচে পিএসজি হেরেছে লেন্স, রেঁনে ও মোনাকোর কাছে। বিদায় নিয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। গত দুই দিন অনুশীলনও করেছেন তারা।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo