চতুর্থবারের মতো শিরোপা জিতলো কুমিল্লা

বিপিএল ফাইনালের মঞ্চে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবার বিপিএল শিরোপা জিতলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনাল ম্যাচে সিলেটকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নামা সিলেটের ইনিংসের প্রথম ওভারটা হয় দুর্দান্ত। আন্দ্রে রাসেলের করা প্রথম ওভারেই ১৭ রান তুলে নেয় নাজমুল শান্ত। পরের ওভারের প্রথম বলেই অবশ্য তানভীর ইসলামের শিকার হয়ে শূন্য রানে ফিরে যান তৌহিদ হৃদয়। 

তিনে নামা মাশরাফি বিন মুর্তজাও এদিন মাত্র ১ রান করে ফিরে যান দ্রুতই। এরপর মূলত নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে আগায় সিলেট। 

ফিফটি পেয়েছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম দুজনেই। নাজমুল শান্ত ৪৫ বলে ৬৫ রান করে ফিরে গেলেও অপরাজিত থেকে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন মুশফিক। ৯ চার ও একটি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান শান্ত। 

আর মুশফিকুর রহিম ৪৮ বলে ৭৪ রান করেন। তিনটি ছক্কার সাথে ৪টি চারের মার ছিল মুশফিকের ইনিংসে। আর এতে করে নির্ধারিত বিশ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo