সাত বছর পর শুক্রবার বাংলাদেশে আসছে ইংল‌্যান্ড

দীর্ঘ ৭ বছর বাংলাদেশে আসছে ইংল‌্যান্ড জাতীয় ক্রিকেট দল। এর আগে সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার তিন ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলেছিল ইংলিশরা। 

তবে এবার তিনটি ওয়ানডের সঙ্গে খেলবে তিন টি-টোয়েন্টি। লায়নদের এই সফরে থাকছে না কোনও টেস্ট ম‌্যাচ। 

আগামীকাল শুক্রবার দুটি দলে ভাগ হয়ে বাংলাদেশে আসছে তারা। এক দল আসছে সন্ধ‌্যা ৭টায়। আরেক দল নামবে রাত ৮টায়।

বর্তমানে সীমিত পরিসরের দুটি ফরম্যাটেই বিশ্ব চ‌্যাম্পিয়ন ইংল‌্যান্ড। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে তারা।

এই সফরে বাতিল করা হয়েছে প্রস্তুতি ম্যাচ। ফলে আগামী ১ মার্চ শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে। মিরপুরে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একই মাঠে ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ। 

ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। 

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo