কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের মাসে আয় ১২ লাখ ডলার

নাম তার আইতানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে প্রায়ই দেখা যায়। তবে আইতানা কিন্তু রক্ত-মাংসের মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে তাকে। তাতে কী? আইতানার আয় কিন্তু তাক লাগানোর মতোই। প্রতি মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই মডেল ১০ হাজার ইউরো (১২ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করে থাকে।

নাম তার আইতানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে প্রায়ই দেখা যায়। তবে আইতানা কিন্তু রক্ত-মাংসের মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে তাকে। তাতে কী? আইতানার আয় কিন্তু তাক লাগানোর মতোই। প্রতি মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই মডেল ১০ হাজার ইউরো (১২ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করে থাকে।

চলতি বছরের জুলাই মাসে আইতানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছিল। বর্তমানে ওই অ্যাকাউন্টের ১ লাখ ২১ হাজারের বেশি অনুসারী রয়েছে। আইতানার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে দ্য ক্লুলেসের প্রতিষ্ঠাতা রুবেন ক্রুজ বলেন, ‘একদিন জনপ্রিয় একজন অভিনেতা আইতানাকে খুদে বার্তা পাঠিয়ে, ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান। ওই অভিনেতার প্রায় ৫০ লাখ অনুসারী রয়েছে। আমাদের দলের অনেকে ছেলেবেলায় তাঁর অভিনীত টেলিভিশন ধারাবাহিক দেখেছেন। ওই অভিনেতা জানতেনও না আইতানা আসলে মানুষ নয়।’

আইতানার জনপ্রিয়তা দেখে ‘মায়া’ নামে আরেকটি এআই মডেল তৈরি করেছে দ্য ক্লুলেস। এই মডেলের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনার লাজুক প্রকৃতির এক তরুণী হিসেবে। আর্জেন্টিনার পেশাদার ফুটবল ক্লাব ‘বোকা জুনিয়রসের’ ভক্ত মায়া। ক্লুলেস বলছে, মায়া ধনু রাশির, যেখানে আইতানার রাশি বৃশ্চিক।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo