জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। গতকাল (১ জানুয়ারি ) সোমবার, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন বিকেলে এই ভূমিকম্প আঘাত হানে। গতকাল (১ জানুয়ারি )দেশটিতে এক দিনে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ(২ জানুয়ারি )মঙ্গলবার সেসব এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর জাপানের পশ্চিম উপকূলে সুনামি আঘাত হানে। ১ মিটার বা ৩ দশমিক ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে। আজ (২ জানুয়ারি )জাপানের আবহাওয়া দপ্তর সুনামির সতর্কতা তুলে নিয়েছে।

তবে ভূমিকম্পে জাপানে বহু ভবন ভেঙে পড়েছে। ফাটল ধরেছে অনেক সড়কে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ। বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জাপানের ইশিকাওয়া অঞ্চল। ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর মিলেছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন হাজারো সেনা, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্য।

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo