পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আগুন

পশ্চিমবঙ্গের সুন্দরবন হলদিয়া চ্যানেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি ) সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাস্থা নামের ওই জাহাজটিতে আগুন লাগে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 
জানা যায়, জরুরি মেরামতের জন্য নদীর চরে নোঙর করেছিল জাহাজটি। এদিন সকালে মেরামতের কাজ চলার সময় জাহাজের ইঞ্জিনে হঠাৎ আগুন জ্বলে ওঠে।প্রাথমিকভাবে জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়াতে থাকলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 
দমকল বাহিনী জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট এই অগ্নিকাণ্ড হতে পারে। তবে শ্রমিকরা জানান, মেরামত চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে। জানা যায়, পণ্যবাহী এই জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল আছে। একইসঙ্গে জাহাজটিতে মেরামতের কাজ চলার কারণে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও আনা হয়েছে। 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo