পোশাক খাতের প্রযুক্তি প্রদর্শনী শুরু

তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রযুক্তি এবং যন্ত্রপাতি নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক প্রদর্শনী গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ ( জিটিবি)। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পাশাপাশি বিজিএপিএমইএর আয়োজনে একই জায়গায় গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যের প্রদর্শনী গ্যাপএক্সপো শুরু হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় (আইসিসিবি) দুই প্রদর্শনী শেষ হবে ১৪ জানুয়ারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান।  বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং  বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) প্রশাসক মো. মশিউর রহমান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।  আরও উপস্থিত ছিলেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, পরিচালক সেলিম বাশা প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২০টিরও বেশি দেশের ৩০০ টি প্রদর্শক। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাণিজ্য প্রদর্শনীর মধ্যে এটি অন্যতম। এতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সুযোগ থাকছে বিশ্বের স্বনামধন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলার। গত ২০ বছর ধরে জিটিবি তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তিগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসছে। এ প্রদর্শনীতে আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারিসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য এক সাথে দেখার সুযোগ পাওয়া যায়। এবারের প্রদর্শনীতেও দেশ-বিদেশের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo