‘লিপস্টিক’ সিনেমা রাজনীতির শিকার, দাবি নায়িকা পূজা চেরির

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪

ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া ‘‘লিপস্টিক’’ সিনেমা রাজনীতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন এটির অভিনেত্রী পূজা চেরি।

তার মতে, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো কাজের একটি। অথচ সারা দেশের দর্শকের কাছে ছবিটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

পূজা চেরি বলেন, ‘‘এ ধরনের কাজ আর করা হবে কি না, জানি না। কিন্তু কম হল পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আমার অভিনীত সিনেমা নিয়ে আগে এমনটি কখনোই হয়নি। মনটা ভালো নেই।’’

নিজের সিনেমা রাজনীতির শিকার হয়েছে বলে মন্তব্য করে পূজা চেরি বলেন, ‘‘কেউ কেউ যখন নির্দিষ্ট করে কোনো কোনো হলে গিয়ে বা ফোনে তাদের সিনেমা মুক্তির জন্য হলমালিককে বলেন, ‘আমার সিনেমার জন্য এই হল দিতেই হবে’, হলমালিক দিতে বাধ্য। এমন ঘটনা এবার ঘটেছে। এভাবেই কোনো কোনো সিনেমা হল পেয়েছে।”

অভিনেত্রী বলেন, ‘‘এতে আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি। এভাবে ভালো সিনেমার পথ রুদ্ধ হলে, কীভাবে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে? সিনেমায় নোংরা রাজনীতি ঢুকে গেছে। এমনিতেই হলের সংখ্যা কম, তার মধ্যে এই রাজনীতি। বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই।’’

পূজা বলেন, ‘‘গতকাল থেকে দর্শকের সাড়া পাচ্ছি ছবিটির। কম হল পাওয়াতে ভেবেছিলাম, খুব একটা সাড়া মিলবে না। এই ছবির কনটেন্টের জোর আছে। এ জন্য আগে থেকে নিজের একটা আত্মবিশ্বাসও ছিল ছবিটি নিয়ে। মন খারাপের মধ্যেও স্বস্তি, কোনো জায়গা থেকে এখনো একটিও নেতিবাচক রিভিউ আসেনি ছবিটি নিয়ে।’’

এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। আদর আজাদ ও পূজা চেরি জুটির ‘‘লিপস্টিক’’ ছবি স্টার সিনেপ্লেক্সে কোনো শো পায়নি। তবে এটি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ আটটি হলে মুক্তি পেয়েছে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo