ভারতে অক্সিজেন উৎপাদন ১০ গুণ বেড়েছে: মোদি

কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবায় ভারতে অক্সিজেনের উৎপাদন ১০ গুণ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৩০ মে) ‌‌‌‌‌‌‌‌একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। খবর এনডিটিভির।
 

 

নরেন্দ্র মোদি বলেন, স্বাভাবিক সময়ে আমরা একদিনে ৯০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন উৎপাদন করতাম। কিন্তু এখন আমরা দিনে ৯ হাজার ৫০০ মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করছি যা আগের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

কয়েক সপ্তাহ আগে ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের বেশ ঘাটতি ছিল। অনেক রোগী অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল। তারপর দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল। 

করোনার পাশাপাশি গত ১০ দিনের মধ্যে দেশের পূর্ব ও পশ্চিম ভাগে আছড়ে পড়েছে দুটি ঘূর্ণিঝড়। বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলা। ঘর ছাড়া একাধিক মানুষ। অনেক এলাকা এখনও জলমগ্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার (৩০ মে) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জনের।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo