টিকা না নিলে বেতন বন্ধ

করোনায় নাকাল বিশ্ববাসী। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় টিকা গ্রহণে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর ধারবাহিকতায় করোনা ভাইরাসের টিকা না নিলে জুলাই মাস থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

 

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

মুখ্যমন্ত্রী কোভিড-১৯ নিয়ে গঠিত প্রাদেশিক টাস্কফোর্সের এক বৈঠকে করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক ঘোষণা করেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টিকা নেওয়ার জন্য জুন মাস সময় দেন। এ সময়ের মধ্যে কেউ টিকা নিতে ব্যর্থ হলে তাদের বেতন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

তিনি বলেন, 'আমরা কঠিন সময় পার করছি।কিছু কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।' 
টিকাদান কর্মসূচিতে তিনি প্রদেশজুড়ে ৩০০ মৌলিক স্বাস্থ্য ইউনিটকে নির্দেশনা দেন।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo