চট্টগ্রামে শনাক্ত ১৪৫৫, মৃত্যু ২

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ১১। একই সময়ে চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৯১৫। মোট মারা গেছেন ১ হাজার ৩৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৬০ জন নগরের বাসিন্দা। উপজেলার বাসিন্দা ৩৯৫ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজন উপজেলার। অপরজন নগরের বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

দেশে প্রায় দুই বছর ধরে চলা এই মহামারির সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। প্রায় সাড়ে তিন মাস করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর দেশে নতুন রোগী ও শনাক্তের হার আবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ ১ লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র ১৩ দিনে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo