চট্টগ্রামে শনাক্ত ৫৮৭, মৃত্যু ১

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৭১৪। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৭৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৯৮ জন, উপজেলার ১৮৯ জন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। এরপর প্রায় দুই বছর ধরে চলা এই মহামারিতে সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল গত বছরের জুন-জুলাইয়ে।

গত বছরের আগস্টে সংক্রমণ কমতে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে।

তবে বিদায়ী বছরের শেষ দিকে আবার সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। চলতি জানুয়ারির মাঝামাঝি থেকে পরিস্থিতি দ্রুত বদলায়। নতুন রোগী ও শনাক্তের হার দ্রুত বাড়তে শুরু করে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo