২০ বছর ধরে নকআউটে ইউরোপিয়ানদের হারাতে পারেনি ব্রাজিল

এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম ফেভারিট মানা হচ্ছে ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচের আগে ব্রাজিলকে চোখ রাঙ্গাচ্ছে অতীত পরিসংখ্যান। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। 

গত ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউটে কোনও ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। এই ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে নতুন ভাবে নিজেদের জাগরনের জানান দিতে চায় তিতের শিষ্যরা।

২০০২ সালে শেষ বারের মত বিশ্বকাপের নক আউটে কোনও ইউরোপিয়ান দলকে হারিয়েছিল ব্রাজিল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর আর নকআউটে কোনও ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল।

 

২০০৬ সাল থেকে নকআউটে ইউরোপিয়ান দলগুলোর কাছে ব্রাজিলের পরাজয়:

২০০৬- ব্রাজিল ০-১ ফ্রান্স (কোয়ার্টার ফাইনাল)

২০১০- ব্রাজিল ১-২ নেদারল্যান্ডস (কোয়ার্টার ফাইনাল)

২০১৪- ব্রাজিল ১-৭ জার্মানি (সেমি ফাইনাল)

২০১৪- ব্রাজিল ০-৩ নেদারল্যান্ডস (তৃতীয় স্থান নির্ধারনী)

২০১৮- ব্রাজিল ১-২ বেলজিয়াম (কোয়ার্টার ফাইনাল)

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo