শ্রীলঙ্কা ক্রিকেট দলের নেতৃত্বে বদল

ভারতে  অনুষ্ঠিত বিশ্বকাপের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। দাশুন শানাকার জায়গায় শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন কুশল মেন্ডিস। টি-২০’র নেতৃত্বভার পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতে  অনুষ্ঠিত বিশ্বকাপের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। দাশুন শানাকার জায়গায় শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন কুশল মেন্ডিস।

টি-২০’র নেতৃত্বভার পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এর আগে করুনারত্নে ২০১৯ সালে শ্রীলঙ্কার টেস্ট নেতৃত্বভার পান। তার অধীনে শ্রীলঙ্কা ৩০ টেস্ট খেলে ১২টিতে জয় পেয়েছে। হেরেছেও ১২টি। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। ধনাঞ্জয়া শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক। তার নেতৃত্বে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবে।

ডি সিলভা দেশের জার্সিতে ৫১টি টেস্ট খেলেছেন। শ্রীলঙ্কা টেস্ট দলের নিয়মিত সদস্যও তিনি। 

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo