আমাদের কেউ থামাতে পারবে না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে কেউ আমাদের থামাতে পারবে না।

রোববার (১৪ জানুয়ারি (স্থানীয় সময়) গাজা যুদ্ধের ১০০তম দিন উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে করা মামলার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না শয়তানের অক্ষশক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া  পর্যন্ত এ অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাবো।’

নেতানিয়াহু আরও বলেন, দখলকৃত ফিলিস্তিনী অঞ্চলে ইতোমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে। উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তারা সহসা সেখানে ফিরতে পারবে না।

কারন হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে, যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপদজনক কারণে যখন কোনো জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়, যতক্ষণ সে পরিস্থিতি থাকবে, ততক্ষণ তাদের ফিরতে দেওয়া হবে না।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo