বৃষ্টি ছাপিয়ে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

দ্বিতীয় ওয়ানডের দ্বিতীয় ওভারেই খেই হারিয়ে ফেলে স্বাগতিক বাংলাদেশ। পরপর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও সাকিব। শুরুর সেই ধাক্কা সামলে নিয়ে দলে টেনে তুললেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম। ১১৪ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম শতক। যা শ্রীলঙ্কার বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। 
 

তবে সেঞ্চুরির পথে দুইবার বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। তাতে অবশ্য দমে যাননি তিনি। ৮৫ রানের সময় প্রথমবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আবারও খেলা শুরু হয়। ৮৫ থেকে চলে যান ৯৬ তে। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতেই হানা দেয় বৃষ্টি।

৭৪ রানে ৪ উইকেট হারানোর পর দলের বিপদের মুহূর্তে হাল ধরেন মুশফিক। তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ বিদায় নেন ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে। তবে একপ্রান্ত আগলে রেখে ত্রাতার ভূমিকায় হাজির হন মুশফিক।  

 

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo