সিপিএলে দল পেলেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন আসরে দল পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

৬ দলের এই টুর্নামেন্টে এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন তিনি।  

সাকিবের জ্যামাইকা তালাওয়াসে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। 

নিজেদের অফিশিয়াল টুইটার পেজে সাকিবের এক ভিডিও পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘অনুমান করুন তো কে ফিরেছেন?’

সতীর্থ হিসেবে জ্যামাইকা তালাওয়াসে কাদের পাচ্ছেন সাকিব - সে বিষয়টি জানা যাবে আগামীকাল শুক্রবার। এদিন শসিপিএলে অংশগ্রহণকারী ৬ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। 

জ্যামাইকা তালাওয়াসে সাকিবের পুরনো দল। এর আগেও দলটির হয়ে চার মৌসুম খেলেছেন তিনি।

গত আসরের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।  এবারের আসরের ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। 

একটি সুখবরও রয়েছে এবারের আসর ঘিরে।  করোনার কারণে গত আসরে স্টেডিয়ামে কোনো দর্শকের মাঠে খেলা দেখার অনুমতি ছিল না।  তবে এবারের আসরে দর্শক দেখা যাবে।  এবার ধারণক্ষমতার অর্ধেক দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে টুর্নামেন্টের পর্দা নামবে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo