টুইটারে শব্দসীমা বাড়ানোর বিষয়ে একমত ইলন মাস্ক

পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার পর শেষ পর্যন্ত টুইটার কিনেই ফেলেছেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ এ ধনকুবের। এরপরপরই প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালসহ টুইটারের শীর্ষ কর্তাদের বরখাস্ত করেছেন তিনি। এখন গুঞ্জন চলছে টুইটারে মাস্ক নতুন আর কী কী পরিবর্তন আনতে চলেছেন সেটা নিয়ে।

মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে সম্প্রতি এক ব্যক্তি টুইটারের শব্দসীমা বাড়ানোর দাবি জানিয়ে একটি পোস্ট দেন। তাতে সম্মতি প্রকাশ করেন ইলন মাস্ক। তাই ধারণা করা হচ্ছে, টুইটারের নতুন মালিক হয়তো এ বিষয়ে পদক্ষেপ নেবেন।  

এর আগে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক নিজেই টুইটারে এডিট বাটনের (Edit button) দাবি জানিয়েছিলেন। পরে এডিট বাটন আনার ঘোষণা দেয় টুইটার। 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo