তুরস্কে ২২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধারের দাবি

তুরস্কে ধ্বংসস্তূপের নিচে থেকে ১২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধারের দাবি করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম মেলিক ইমামোগলু। তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস নামক শহরের বাসিন্দা। ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ে। এরপর সেই ধ্বংসস্তূপের নিচে ২২২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একজন নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকারীরা। যখন আর কাউকে জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে-ঠিক তখনই ২২২ ঘণ্টা পর একজনকে পাওয়া গেল।

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়। ভয়াবহ এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় ওইসব এলাকা।

সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। সিরিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং তুরস্কে এরইমধ্যে মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন ছাড়িয়েছে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo