যাচাই–বাছাই শেষে পিএসসি ৪১তম বিসিএসের নন–ক্যাডারের সুপারিশ আজ হতে পারে

আজ বৃহস্পতিবার যাচাই–বাছাই শেষে পিএসসি ৪১তম বিসিএসের নন–ক্যাডারের সুপারিশ সম্পন্ন করতে পারে। তবে কতজনকে সুপারিশ করা হচ্ছে, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

পিএসসি সূত্র জানায়, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট নিয়োগ পাবেন ৪ হাজার ৫৩ জন। এটির জন্য পিএসসি অপেক্ষমাণদের কাছে আবেদন আহ্বান করেছিল। গত ২৩ নভেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৮ নভেম্বর। এই সময়ের মধ্যে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী। এখন সেই সব আবেদন বিশ্লেষণ চলছে। এই ফল আজকের মধ্যেই প্রকাশ পেতে পারে। ফল প্রকাশের মধ্য দিয়ে ৪১তম বিসিএসের কাজ শেষ করবে পিএসসি। এটি শেষ হলেই ৪৩তম বিসিএসসহ অন্য বিসিএসগুলোর কার্যক্রম আরও গতি পাবে বলে মনে করে পিএসসির সূত্রটি।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo