রোজার প্রস্তুতি

রোজার প্রস্তুতি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪

রোজার প্রস্তুতি:

রোজার  মাসের গুরুত্ব অনেক। পূর্বপরিকল্পনা এবং প্রস্তুতিসহ কাজ করার গুরুত্ব অনেক। কোনো কাজ পূর্বপ্রস্তুতি নিয়ে শুরু করলে তা সুন্দর ও সফল হয়।

রোজার  মাস আসার আগেই প্রস্তুতি নেওয়া উচিত। এ ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা যেতে পারে, তা হলো:

দোয়া করা:

নবী (সা.) রজব মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া করতেন, ‘হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’ (মুসনাদে আহমদ)

দান-সদকার প্রস্তুতি:

 রমজানে দরিদ্র অসহায় লোকদের দান-সদকা করার জন্য সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পৃথক করে রাখা উচিত। নবী (সা.) রমজানে অধিক পরিমাণে দান করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) পৃথিবীর সব মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হাত আরও প্রসারিত হতো। (বুখারি)

গুনাহের কাজ পরিহার করা:

রমজান গুনাহ মুক্তির মাস। তাই এখন থেকেই গুনাহের কাজ থেকে বিরত থাকার অনুশীলন করতে হবে; বিশেষ করে পরনিন্দা, অনর্থক কথাবার্তা এবং চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।

ফেরদৌস ফয়সাল

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo