যে কারণে সেতুতে ধাক্কা সেই জাহাজের

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় সেতু ভেঙে পড়েছে নদীতে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শ্রমিকের নিহতের খবর জানা গেছে। 

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগার আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জাহাজের ধাক্কার পর সেতুটি এইভাবেই ভেঙে পড়েছে। জাহাজের বিশেষ কোনো ক্ষতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, তারা নিখোঁজদের উদ্ধারে অভিযান বন্ধ করেছে। ধরে নেয়া হচ্ছে, সড়ক নির্মাণ ও মেরামতকারী ওই ছয় শ্রমিক আর বেঁচে নেই। দুর্ঘটনার সময় সেতুর উপরে মেরামতের কাজ করছিলেন তারা। শ্রমিকদের দু'জন গুয়েতেমালার নাগরিক। এদের একজনের বয়স ২৬ অন্যজনের ৩৫।

উদ্ধার প্রসঙ্গে মার্কিন কোস্ট গার্ডের তরফে রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ জানিয়েছেন, অনেকটা সময় ধরে তাদের তন্ন তন্ন করে খুঁজেছি। সেই সময়ের কথা মাথায় রেখে, পানির অতি শীতল তাপমাত্রার কথা মাথায় রেখে আমাদের মনে হচ্ছে, আর কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব নয়।

সূত্র: সিএনএন

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo