দিলীপ কুমারের প্রয়াণ বাংলাদেশের তারকারা কে কী বললেন

নায়ক শাকিব খান তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘শান্তিতে থাকুন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার স্যার। বলিউডের ‘প্রথম খান’ এবং ট্র্যাজেডি কিং হিসেবেও তিনি পরিচিত। সত্যিই একটা অধ্যায়ের শেষ হলো।’

চলচ্চিত্র অভিনেতা ওমর সানী ফেসবুকে দিলীপ কুমারের একটি সাদাকালো ছবি দিয়েছেন। শোক জানিয়ে লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস। তিনি লিখেছেন, ‘বহু বছর আগের কথা। আমার বাবা চাইতেন আমি যেন চলচ্চিত্রের হিরো হই। বাবা অনেকের কাছে নিয়ে গেছেন। কারণ একটাই, অসম্ভব চলচ্চিত্রপ্রেমী তিনি। দিলীপ কুমার তাঁর স্বপ্নের নায়ক। বহু ছবি দেখার পর আমারও স্বপ্নের নায়ক হয়ে গেলেন তিনি। তিনি এলেন বাংলাদেশে। আমার বাবা বললেন, আমাকে নিয়ে যাও। সেদিন তাঁর সঙ্গে আমার দেখা। তিনি আমার সঙ্গে হাত মেলালেন। ...অঝোরে গড়িয়ে পড়ছে পানি। আল্লাহর কাছে বলার চেষ্টা করছি। আল্লাহ, ইউসুফ খান, দিলীপ কুমার স্যারকে জান্নাত নসিব করুন।’

জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি হলো। কিন্তু তাঁর পরম্পরা চলতেই থাকবে।’

ছোট ও বড় পর্দার অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদায়, হে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বিনম্র শ্রদ্ধা।’

চিত্রানায়িকা অরুণা বিশ্বাস ফেসবুকে দিলীপ কুমারের একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে লিখেছেন, ‘শিল্পী, হ্যাঁ, তাঁরাই শিল্পী। তাঁদের কোনো ফ্যান ক্লাবের প্রয়োজন হয় না। প্রণাম অভিনেতা।’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘একজন পারফরমার, একটি অনুপ্রেরণা, একজন কালজয়ী অভিনেতা দিলীপ কুমার। তাঁকে নিজের চোখে দেখা এবং তাঁর সামনে অভিনয় করার সৌভাগ্য হয়েছিল। শান্তিতে ঘুমান কিংবদন্তি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।

বিদ্যা সিনহা মিম ফেসবুকে দিলীপ কুমারের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘কিংবদন্তির মৃত্যু হয় না। শান্তিতে থাকুন।’

অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে দিলীপ কুমারের সাদাকালো একটি ছবি দিয়ে লিখেছেন, ‘শ্রদ্ধা’।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo