“বাঁচো”

বাঁচো

..........................................

নিজের জন্য না হলেও দু'এক

জনের জন্য হলেও বাঁচো

আমাদের জন্য বাঁচো

একটু বাঁচবার মত করেই বাঁচো

দুর্বলের জন্য বাঁচো

এদেশের জন্য-সমাজের জন্য

বৃক্ষ-প্রকৃতি-বৃষ্টি আরো কত কি..

এগুলোর জন্য তুমি বাঁচো

তুমি বেঁচেই আছো-আমি বলি কি

একটু নড়ে বাঁচবার মত বাঁচো

আমাদের জন্য হলেও বাঁচো....

অন্তত তোমার আঙিনার ফুল গাছ

গুলোর জন্য বাঁচো

পাখিদের জন্য বাঁচো

তবুও তুমি বাঁচো

কেবলই নিজের জন্য বাঁচতে হয়

কে বলেছে!?

দু'একজনের জন্যও বেঁচে থাকা যায়

.....জসিম গাজী

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo