আমার জন্য কোন কাব্য লেখোনা

আমার জন্য কোন কাব্য লেখোনা

..............................................

তুমি আমার জন্য আর কোন

কবিতা-------কাব্য লেখোনা

একোনা কোন নীল অংকন

কোন খামে তা আর পাঠিওনা

কোন স্বপ্ন দেখোনা আমায় নিয়ে

সব কবিতা--অলীক কল্পনা-সুপ্ত -

মৃত্যু হয়েছে-তোমার হাতে........

সব লেনদেন মিটেছে ঢের

আমার জন্য আর কোন সীমানায়

তুমি থেকোনা-অসীমে ডানা মেলো

কোন দায়ক মেদীনি হয়োনা

কাব্য চরণের-ছন্দে আমায় এনোনা

আমায় তো তুমি শূলেচড়িয়েছ-ঐ হাতে,

যে হাতে তুমি পরম স্পর্শে আমার বেদনা

ভুলাতে....

আমার জন্য আর কোন জোৎসনা রাতে

শোবার ঘরের জানালা খুলে রেখোনা

আমি আলো হয়ে তোমার ঘুমের মধ্যে

কপলে চুমো আর আঁকবোনা

বৃষ্টিবিলাসী হয়ে তোমার আঙিনায়

ঝড়বোনা-তুমি আমায় অনা বৃষ্টি

ভেবে নিয়ো জনমের কাল....

আমার জন্য কোন ফুলের বাগান করোনা

আমায় তো তুমি মরুভূমির পথিক করেছ

দ্বিক না পাওয়া-অমৃত্যু

সব গল্পের রাস্তা অবরোধ করেছ

ভালোবাসার সব সুখ নিজের জন্য

সুইসব্যাংকে জমা করেছ...

আমাকে ভালোবাসার সেতারের সুর

শুনিওনা,আমি কান্নার নিরব ধ্বনি

বুকেতে পুষে নিয়েছি....

.....জসিম গাজী

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo