লেখক ও কথাসাহিত্যিক মশিউল আলমের মা নূরজাহান বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নূরজাহান বেগম। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় তিনি মারা যান। তাঁর স্বামী আলতাফ হোসেন অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক। নূরজাহান বেগম তিন ছেলে এক মেয়ে রেখে গেছেন। জয়পুরহাটের কালাই উপজেলার দুরঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।